বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

Manual1 Ad Code

বিজিবি জানিয়েছে, বুধবার ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী থেকে বারকি নৌকাসহ ও ভারতীয় এসব পণ্য জব্দ করে।

জব্দকৃত ভারতীয় পণ্যের মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা। ভারতীয় পণ্য জব্দ করা করা সম্ভব হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।

Manual3 Ad Code

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী থেকে ২টি বারকি নৌকাসহ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

Manual7 Ad Code