অ্যাথলেটিক্স-রুমকি এখন গোলকিপিং কোচ

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

অ্যাথলেটিক্স-রুমকি এখন গোলকিপিং কোচ

Manual3 Ad Code

ফুটবল-অ্যাথলেটিক্স-ফুটবল, এমন এক বৃত্তেই রয়েছেন উম্মে হাফসা রুমকি। এক সময় ফুটবল খেলেছেন। বয়সভিত্তিক মেয়েদের তেকাঠির নিচে ছিলেন অতন্দ্র প্রহরী। মাঝে আট বছর অ্যাথলেটিক্সে হাইজাম্প করেছেন। এখন আবার ফুটবলে যোগ দিচ্ছেন। এটাই তার স্বপ্ন ছিল। নৌবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে অনূর্ধ্ব-২০ নারী দলের গোলরক্ষক কোচ হিসাবে যোগ দিচ্ছেন শুক্রবার। বিষয়টি নিশ্চিত করে রুমকি বলেন, ‘কোর্স ও ডিপ্লোমা সব শেষ। অপেক্ষার প্রহর শেষ হয়েছে। এখন কাজে নামার পালা। শুক্রবার বিমানে চড়ে চট্টগ্রামে যাবো অনূর্ধ্ব-২০ মেয়েদের দলের গোলকিপিং কোচ হিসাবে যোগ দিতে।’ ৮ বছর আগেও ফুটবল মাঠ দাপিয়ে বেড়িয়েছেন উম্মে হাফসা রুমকি। বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে দেশের বাইরেও খেলেছেন সিরাজগঞ্জের এ ক্রীড়াবিদ। অ্যাথলেটিকস ও ফুটবল পাশাপাশিই খেলতেন। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানিয়ে পুরোপুরি মনোনিবেশ করেন অ্যাথলেটিকসে। হাইজাম্পে এরই মধ্য ৬টি স্বর্ণ, ৫টি রূপা ও ২টি ব্রোঞ্জ জিতেছেন। জাতীয় রেকর্ড ভেঙেছেন দুইবার। এর আগে রুমকি তিনটি নারী ফুটবল লীগে অংশ নিয়েছেন। কুমিল্লা ইউনাইটেড ও জামালপুর কাঁচারিপাড়া একাদশে খেলেছেন। শেষবার তিনি কাচাড়িপাড়া একাদশের সহকারী কোচের দায়িত্বও পালন করেন। ২০১৭ সালে ৮ মাস ছিলেন গোলাম রব্বানী ছোটনের অধীনে বাফুফের ক্যাম্পে। এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচ খেলেছেন চীন, জাপান ও কোরিয়ার বিপক্ষে। ফুটবল ছেড়ে অ্যাথলেটিকসে গেলেও ফুটবল কোচ হওয়ার স্বপ্নে গোলকিপার ‘বি’ ডিপ্লোমা কোচিং শেষ করেছেন।