ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬
ক্রীড়া উপদেষ্টার কাছে ভেন্যু ও ট্যাক্স সুবিধা চাইলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বাফুফে ভবনে এক সভায় যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বাফুফের বর্তমান কমিটির সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সভায় ফুটবলের উন্নয়ন ত্বরান্বিত করতে স্টেডিয়াম বরাদ্দ, টেকনিক্যাল সেন্টারের জমি জটিলতা নিরসন এবং বিশেষ আর্থিক ও ট্যাক্স সুবিধার দাবি জানায় বাফুফে। বৈঠক শেষে বাফুফে প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা ছাড়া দেশে ফিফা টায়ার-১ ম্যাচ আয়োজনের উপযোগী কোনো ভেন্যু নেই। এই সংকট কাটাতে বাফুফে কয়েকটি স্টেডিয়ামের বরাদ্দ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব চেয়েছে। উপদেষ্টা মহোদয় আপাতত দুটি স্টেডিয়াম দ্রুত মেরামত করে খেলার উপযোগী করার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। বিশেষ করে চট্টগ্রাম ও আরেকটি ভেন্যুকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।
কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মিতব্য টেকনিক্যাল সেন্টারের জমি নিয়ে বিদ্যমান জটিলতা নিরসনে আলোচনা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আর্থিক দাবির বিষয়ে বাফুফে জানিয়েছে, ফেডারেশনের পক্ষে বড় অঙ্কের অর্থ পরিশোধ করা সম্ভব নয়। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বরাদ্দ পাওয়ায় ফিফার ফান্ডটি সুরক্ষিত করা গেছে। আগামী এক মাসের মধ্যে নামজারিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হবে বলে বাফুফে আশাবাদী। এ ছাড়া, বিগত সরকারের দেওয়া আর্থিক অনুদান আগামী এক বছর অব্যাহত রাখা এবং ক্রীড়া সামগ্রী আমদানিতে ‘জিরো ট্যাক্স’ সুবিধা পুনর্বহালের দাবি জানানো হয়েছে। বাফুফে প্রতিনিধি বলেন, ‘ফুটবল ইক্যুইপমেন্টের ওপর ট্যাক্স অনেক বেশি। আমরা নেক্সট বাজেটে এটি অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছি।’
বাফুফে আসন্ন পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে অত্যন্ত আগ্রহী। তবে এবার শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে আরও দুটি ভেন্যুসহ মোট তিনটি ভেন্যুতে খেলা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। মার্চ উইন্ডোর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং এএফসি কোয়ালিফাইং রাউন্ডের সিঙ্গাপুর ম্যাচ নিয়েও আলোচনা চলছে। জুনে মালদ্বীপের কাছ থেকে একটি আমন্ত্রণ থাকলেও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। বাফুফে প্রতিনিধি আরও জানান, তারা সরকারকে ফুটবলের জন্য ঢালাও বাজেট না চেয়ে প্রজেক্টভিত্তিক বাজেট দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
Design and developed by sylhetalltimenews.com