টস হেরে বোলিংয়ে বাংলাদেশ :অভিষেক মুরাদের

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

টস হেরে বোলিংয়ে  বাংলাদেশ :অভিষেক মুরাদের

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল একবারই। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে অনুষ্ঠিত একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল ৭ উইকেটে। ওই ম্যাচেই অনবদ্য এক সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহীম। ১২৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর অবশ্য আরও দুটি সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের এই ব্যাটার

এই টেস্ট অভিষেকও হলো বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার হাসান মুরাদের। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সিলেট টেস্টে তার মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেয়া হয়।

Manual6 Ad Code

অন্যদিকে আয়ারল্যান্ড একাদশেও অভিষেক হয়েছে দুই ক্রিকেটাররে। ১৯ বছর বয়সী জর্ডান নেইল এবং ব্যাটার কেড কারমাইকেলের।

প্রায় আড়াই বছর পর আবারও মুখোমুখি দুই দেশ। এবার ঢাকায় নয়, সিলেটে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে হলেও, শেষটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড ।

Manual2 Ad Code

২০২৩ সালের সেই টেস্ট সিরিজের সঙ্গে এবারের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে অনেক । এবার সাকিব নেই। তামিম ইকবাল এরই মধ্যে অবসর ঘোষণা করে ফেলেছেন। দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসনে শান্ত। নাহিদ রানা, হাসান মুরাদদের মত তরুণরা রয়েছেন দলে।।

Manual5 Ad Code

অন্যদিকে আয়ারল্যান্ডের দলটিতে রয়েছে চার নবাগত ক্রিকেটার- কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, জর্ডান নিল ও লিয়াম ম্যাকার্থি। লেগ-স্পিনার গ্যাভিন হোইও সম্ভাব্য অভিষেক হতে পারেন। অধিনায়ক হিসেবে রয়েছেন সেই অ্যান্ডি বালবিরনিই।

Manual7 Ad Code