মুমিনুলের ফিফটি, আড়াইশ’ ছাড়ালো বাংলাদেশ

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

মুমিনুলের ফিফটি, আড়াইশ’ ছাড়ালো বাংলাদেশ

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :সাদমান ইসলামের বিদায়ের পর আরেকটি শতরানের জুটির দিকে এগোচ্ছে বাংলাদেশ। মাহমুদুল ইসলাম জয় ও মুমিনুল হকের দ্বিতীয় উইকেটের জুটিতে যোগ হয়েছে ৯২ রান। ৫৪ রানে অপরাজিত মুমিনুল। ওপেনার জয়ের ব্যাট থেকে এসেছে ১২৭ রান।৬৯.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬৪। লিড নিতে দরকার আর ২২ রান।

বাউন্ডারি মেরেই সেঞ্চুরি ছুঁলেন জয়

ব্যক্তিগত সেঞ্চুরির কাছে গিয়ে অনেকক্ষণ ধরে নিজেকে বাঁচিয়ে খেলছিলেন মাহমুদুল হাসান জয়। তবে এ টাইগার ওপেনার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন বাউন্ডারি মেরেই। এর আগে জয়-মুমিনুলের জুটিতে দলীয় দুইশ ছাড়ায় বাংলাদেশ। ২৪ রানে আরেক প্রান্তে মুমিনুল।
৫৮ ওভারে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০৮। লিড নিতে দরকার ৭৮ রান।

দুইশ’র আগে চা বিরতিতে বাংলাদেশ

Manual2 Ad Code

৫৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৯৮। ব্যক্তিগত ফিফটি থেকে স্রেফ ৬ রান দূরে মাহমুদুল হাসান জয়। আরেক প্রান্তে মুমিনুল হক অপরাজিত ২১ রানে।

লিড নিতে টাইগারদের দরকার আর ৮৮ রান।

Manual2 Ad Code

আয়ারল্যান্ডের প্রথম সাফল্য, ফিরলেন সাদমান

ব্যক্তিগত ৮০ রানে ম্যাথু হাম্ফ্রিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন সাদমান ইসলাম। ক্রিজের নতুন ব্যাটার মুমিনুল হক। আরেক প্রান্তে ৮৫ রানে অপরাজিত মাহমুদুল ইসলাম জয়।

৪২ ওভারে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬৯। লিড নিতে টাইগারদের দরকার ১১৭ রান।

উদ্বোধনী জুটিতে দেড়শ’ ছাড়ালো বাংলাদেশ

জয় আর সাদমানের উদ্বোধনী জুটিতে দারুণভাবে এগোচ্ছে বাংলাদেশ। দুজনের ব্যাট থেকেই এখন পর্যন্ত এসেছে সমান ৭৫ রান। ৩৭ ওভারে বাংলাদেশ সংগ্রহ বিনা উইকেটে ১৫৩।

লিড নিতে টাইগারদের দরকার আর ১৩৩ রান।

Manual8 Ad Code

প্রথম সেশন বাংলাদেশের

Manual2 Ad Code

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত চালকের আসনে বাংলাদেশ। বিনা উইকেটে ১০৯ রানে লাঞ্চ বিরতিতে গেছে ব্যাটাররা। ৫০ রানে অপরাজিত জয়, সাদমানের রান ৫৮।

এর আগে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে দিনের শুরুটা দারুণ করে টাইগার বোলাররা। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে মাঠে নামা আয়ারল্যান্ড গুঁটিয়ে যায় আর ১৬ রান যোগ করেই।