ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক ‘টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। তিনি একে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা বলেছেন। তিনি বলেছেন, এ ঘটনা তাকে ‘প্যানিক অ্যাটাক’-এর মুখেও ফেলেছিল। বিবাহ বিচ্ছেদের পর তিনি একটি লাইভ শো চলাকালীন অচেতন হয়ে পড়েন। সেখানে উপস্থিত পরিচালক ও কোরিওগ্রাফার তাকে সামলে নিতে সাহায্য করেন। সেই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, তখন আমি কাঁপছিলাম। ওই শো’টি সঞ্চালনার সময় ফারাহ খান বলেন, তিনি সানিয়ার উত্থান-পতনের সাক্ষী এবং দুটোই তিনি অসাধারণ মর্যাদার সঙ্গে সামলেছেন। জবাবে ফারাহকে ধন্যবাদ জানিয়ে সানিয়া বলেন, তার প্রতিটি কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞ। ফারাহর সান্ত্বনামূলক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে সানিয়া বলেন, যদি ফারাহ এসে না বলতেন-‘যা-ই হোক, তুমি এই শো করতে যাচ্ছ’- তাহলে আমি করতাম না। আমি চলে যেতাম। তিনি আরও বলেন, মনে আছে, বিচ্ছেদের পর আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তে তুমি আমার সেটে চলে এসেছিলে। তার ঠিক পরেই আমাকে লাইভ শো করতে হয়েছিল, আর আজও…। সানিয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে ১২ বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হয়ে যান। বর্তমানে মালিক তার তৃতীয় স্ত্রী অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।
দুই দিন আগে ভারতীয় গণমাধ্যমে সানিয়ার একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে খবর প্রকাশ হয়, যেখানে তিনি বিয়ে ও বিচ্ছেদ নিয়ে একটি অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করেন। সানিয়ার পোস্টে লেখা, ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। মোটা হওয়া কঠিন। ফিট থাকা কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। ঋণে থাকা কঠিন। আর্থিকভাবে শৃঙ্খলাবদ্ধ থাকা কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। যোগাযোগ কঠিন। যোগাযোগ না করাও কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। জীবন কখনোই সহজ হবে না। সবসময় কঠিনই থাকবে। কিন্তু আমরা কোন কঠিনটাকে বেছে নেব, সেটা আমাদের সিদ্ধান্ত। বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নাও।’
Design and developed by sylhetalltimenews.com