সমাজসেবী শামিমা আক্তার ঝিনুর বাসায় কবি পুলিন রায়কে নিয়ে আড্ডা

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

সমাজসেবী শামিমা আক্তার ঝিনুর বাসায় কবি পুলিন রায়কে নিয়ে আড্ডা

Manual5 Ad Code

সিলেট অলটাইম নিউজ :বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবীদ শামিমা আক্তার ঝিনুর বাসায় ভাস্কর সম্পাদক ও সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন চন্দ্র রায় কে নিয়ে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার ১৪ নভেম্বর রাত ৮ টায় এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অধ্যাপিকা কবি জান্নাত আরা খান পান্নার সঞ্চালনায় ও শামিমা আক্তার ঝিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পান্ডুলিপি প্রকাশন এর কর্ণধার লেখক ও প্রকাশক বায়োজিদ মাহমুদ ফয়ছল,কবি ও সাংবাদিক মাসুদা সিদ্দিকা রুহি, কবি লিপি খান,সুরাইয়া পারভীন লিলি,ও কণ্ঠ শিল্পী মালতী পাল প্রমুখ।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

ভাস্কর সম্পাদক কবি পুলিন চন্দ্র রায় বলেন,আমরা একে অপরের সাথে অপরিসীম কল্পনাশক্তি শক্তি দেশ প্রেমকে জাগ্রত করে মানবতার হ্রদবন্ধন আছে বলেই আজ আমরা যে কোন সাহিত্য প্রেমির ডাকে নির্দিধায় একত্রিত হতে পারি এত সহজেই। তাই সাহিত্য এমন একটি বহিঃপ্রকাশ যা আমরা একে অপরের সাথে অতি সহজেই সুন্দর মনের সন্ধি গঠাতে পারে।অনুষ্ঠান শেষে তিনি ভুয়সী প্রশংসা করে তার প্রকাশিত বই ”ষাটের ভেলায় পুলিন রায়’ উপহার দেন শামিমা আক্তার ঝিনুকে। সাহিত্য আড্ডায় গান পরিবেশন করেন মালতী পাল ও সুরাইয়া পারভীন লিলি। মালতী পালের গান দিয়ে শুরু হয় আবার শেষ হয় । সাহিত্য আড্ডায় যোগ দেওয়ায় শামিমা আক্তার ঝিনু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual8 Ad Code