একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

Manual4 Ad Code

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

Manual8 Ad Code

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual1 Ad Code

সভা শেষে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় অমর একুশে বইমেলার উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জরুরি এই সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

এছাড়া বাংলা একাডেমির বিভিন্ন পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

Manual3 Ad Code

সভায় বইমেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়

Manual6 Ad Code