ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫
জাতীয় কবিতা পরিষদের সিলেট শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা সম্পন্ন হয়েছে।
ভ্রমণ শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয়, এটি হৃদয় ও আত্মার এক অনন্য যাত্রা।
প্রতিটি গন্তব্যে লুকিয়ে থাকে নতুন কিছু শেখার, দেখার, আর অনুভব করার সুযোগ। গতকাল ২৬ ডিসেম্বর শনিবার জাতীয় কবিতা পরিষদ সিলেট শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলায় উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি নিপু মল্লিক,সহ-সভাপতি ধ্রুব গৌতম, সাধারণ সম্পাদক মোহন এডুকেশনের কর্ণধার মিহির মোহন,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী,সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, ফারুক হাসান সুজন,অর্থ সম্পাদক শরিফ গাজী,সার্ব সহযোগিতায় তাহমিনা ইসলাম তমা,তথ্য ও গবেষণা সম্পাদক এমরান ফয়ছল, প্রচার সম্পাদক সহিদুল ইসলাম,এডভোকেট শহিদুল ইসলাম, সদস্য ফুয়াদ বীন রশিদ,অভিনেতা আনোয়ার হোসেন মিছবাহ, মঞ্জুর মোহাম্মদ, টিটু আহমদ, বারিন্দ্রা দাস,সৈয়দা সুরাইয়া জামান, নাসরিন সুলতানা,রাজিয়া সুলতানা ,পীর সাখাওয়াত,মাহবুব হোসেন নওশাদ,শিব্বির আহমদ,পূরবী চন্দ, মঞ্চনা রানী দাস,সাগর দাস,পুষ্পা, মুনতাহা,
জেবুন নেছে,সাকের আহমদ, প্রমুখ। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে খেলাধুলা অনুষ্ঠিত হয় এতে অংশ গ্রহণ করেন সংগঠনের সকল সদস্যবৃন্দ। খেলায় যারা বিজয়ী হন তাদেরকে পুরস্কার দেওয়া হয় ও যারা বিজয়ী হননি প্রত্যেককে মোহন এডুকেশন এর পক্ষ থেকে পুরুষ্কার প্রদান করা হয়।
Design and developed by sylhetalltimenews.com