ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫
কবি ও সংগঠক সাংবাদিক সিলেট অলটাইম নিউজ ডটকম এর চীফ রিপোর্টার মাসুদা সিদ্দিকা বলেছেন,আপনারা সবাই যে ভালোবাসা দিয়েছেন আমি তা আজীবন মনে রাখবো। আমি কি বলবো বলার ভাষা খোজে পাচ্ছিনা এতো ভালোবাসা আমি রাখবো কোথায়।আমি যে এই ভালোবাসার মায়ার বন্ধনে ঋনি হয়ে গেলাম। আপনাদের ভালোবাসার প্রতিদান কি করে দেবো তিনি তার জন্মদিনে এইভাবেই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই উপরোক্ত কথা গুলো বলেন।গতকাল মঙ্গলবার ( ৯/১২/২০২৫) সোমবার রাত ৭:৩০ মিনিটে জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে সিলেট অলটাইম নিউজ ডটকম এর আয়োজনে শুভাকাঙিদের জন্মদিনের ভালোবাসায় সিক্ত হোন।

এসময় উপস্থিত ছিলেন কবি ও নাট্যভিনেতা ব্যাংকার আনোয়ার হোসেন মিছবাহ,কবি ও সংগঠক সিলেট অলটাইম নিউজ ডটকম এর উপদেষ্টা ধ্রুব গৌতম, ফারুক হাসান,সান্তা দাস গুপ্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট মেইল পত্রিকার চিফ রিপোর্টার মো.নুরুল ইসলাম, ছড়াকার ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিজান মোহাম্মদ,সাংবাদিক সন্দীপন শুভ, সিলেট অলটাইম নিউজ ডটকম এর সম্পাদক এমরান ফয়ছল, সাংবাদিক শরিফ গাজী,শিব্বির আহমদ, কবি ফুয়াদ বীন রশিদ,

নাট্যভিনেতা সোলেমান হোসেন চুন্নু,দেশ থিয়েটারের সভাপতি ও নাট্যভিনেতা কামাল আহমদ দুর্জয়, ছড়াকার মঞ্জুর মোহাম্মদ, সহিদুল ইসলাম, সারোয়ার আলম,রাজন দেব,ইফফাত জাকিয়া হাসান, মনীষা তালুকদার প্রমুখ।জন্মদিনের গান পরিবেশন করেন সাংবাদিক সন্দীপন শুভ।
Design and developed by sylhetalltimenews.com