অ্যানফিল্ডে জিতল ইউনাইটেড

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫

অ্যানফিল্ডে জিতল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক:ম্যাচের দ্বিতীয় মিনিটের শুরুতেই জাল খুঁজে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। শেষদিকে সমতায় ফেরে লিভারপুল। তবে অ্যানফিল্ডকে নিস্তব্ধ করে রেড ডেভিলদের জয়সূচক গোলটি করেন হ্যারি ম্যাগুয়ের। ১১ বছর পর প্রথমবারের মতো টানা চার ম্যাচে হারের তেঁতো স্বাদ পেলো অলরেডরা। আর ২-১ গোলের জয়ে ৯ বছর পর লিভারপুলের মাঠ থেকে জিতে ফিরল ইউনাইটেড।অ্যানফিল্ডে শেষবার ২০১৬তে জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লপের প্রথম মৌসুমে। ঘরের মাঠে আজ আক্রমণ, বল আধিপত্য সবকিছুতেই এগিয়ে ছিল লিভারপুল। ৬৪ শতাংশ বল নিজেদের পায়ে রেখে গোলের দিকে ১৯ শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। ইউনাইটেডের ১২টির মধ্যে লক্ষ্যে থাকে ৪টি শট। ম্যাচের ৬১তম সেকেন্ডেই ভার্জিল ভ্যান ডাইককে কাটিয়ে গোল করেন ব্রায়ান এমবুমো। এই আক্রমণ চলাকালীন ভ্যান ডাইকের সঙ্গে সংঘর্ষে পড়ে গিয়ে মাথায় চোট পান অ্যালেক্সিস ম্যাকআলিস্টার। তখন খেলা না থামানোয় রেফারির ওপর ক্ষুব্ধ হন স্বাগতিক দর্শকরা।

বিরতির পর বদলি হিসেবে নামা ফেদেরিকো চিয়েসার ক্রস থেকে ৭৮তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান কডি গ্যাকপো। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইউনাইটেডকে। ৮৪তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন ম্যাগুয়ের। গত নভেম্বরে দায়িত্ব নেয়া রুবেন আমোরিমের অধীনে এবারই প্রথম প্রিমিয়ার লীগে টানা দুই ম্যাচে জয়ের দেখা পেলো ইউনাইটেড। আর প্রায় এক বছরের বেশি সময় পর ঘরের মাঠে হার দেখল লিভারপুল।

৮ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নয়ে উঠেছে ইউনাইটেড। দুইয়ে ওঠার সুযোগ হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে তিনে বোর্নমাউথ। ১৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। গানারদের চেয়ে ৩ পয়েন্ট কমে দ্বিতীয় ম্যানচেস্টার সিটি।