লালাবাজারে শুভ উদ্বোধন হলো”আল মদিনা” রেষ্টুরেন্ট

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

লালাবাজারে শুভ উদ্বোধন হলো”আল মদিনা” রেষ্টুরেন্ট

Manual1 Ad Code

সিলেট অলটাইম নিউজ :দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে নতুন আঙ্গিকে নতুন করে ভিন্ন ভাবে খাটি ঘরোয়া পরিবেশে ১৬/১১/২০২৫ রবিবার দুপুর দুই ঘটিকায় শুভ উদ্বোধন হয়ে গেলো “আল_মদিনা রেষ্টুরেন্ট। পবিত্র দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের মাধ্যমে সর্বস্তরের সকল পেশার ও বাজারের ব্যবসায়ীবৃন্দ,মুরব্বিরা উপস্থিতে এই রেষ্টুরেন্টের উদ্বোধন হয়।

রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মো.মরম আলী বলেন,মূলত একটি বাঙালি রেস্তোরাঁ, যা খাঁটি বাঙালি খাবারের জন্য পরিচিত। এখানে ভাত, ভর্তা, মাছ, মাংস এবং অন্যান্য ঐতিহ্যবাহী বাঙালি পদ পাওয়া যাবে এই ধরনের রেস্তোরাঁগুলো সাধারণত ভালো মানের খাবার, আরামদায়ক পরিবেশ এবং যুক্তিসঙ্গত দামের জন্য পরিচিত। তাছাড়া সকালে বিকালে এমনকি রাতে ও চা ও রুটি পাওয়া যাবে।

Manual6 Ad Code

Manual7 Ad Code

এটি একটি বাঙালি রেস্তোরাঁ এখানে ভাত, ভর্তা, মাছ ও মাংসের মতো ঐতিহ্যবাহী বাঙালি খাবার পাওয়া যায়, যা “মায়ের হাতের রান্নার ঘ্রাণ” দেয়।
রেস্তোরাঁ হিসেবে এটি খাবার, আরাম ও দামের মধ্যে ভারসাম্য বজায় রাখে।

Manual6 Ad Code

আল_ মদিনা রেস্টুরেন্টের মেন্যুতে পাবেন খাঁটি বাঙালি খাবারের আসল স্বাদ— ভাত, ভর্তা, মাছ আর মাংসের অনন্য সমাহার! প্রতিটি পদে আছে মায়ের হাতের রান্নার ঘ্রাণ আর বাঙালীর ঐতিহ্য। তিনি সর্বস্তরের সকল কে সহযোগিতা করার জন্য আহবান জানান।

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ