বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়েক আহমদ জিকুর বাবার দোয়া ও কুলখানি সম্পন্ন

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

বিশিষ্ট শিক্ষানুরাগী ও  সমাজসেবক লায়েক আহমদ জিকুর বাবার দোয়া ও কুলখানি সম্পন্ন

Manual7 Ad Code

সিলেট অলটাইম নিউজ :বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক লায়েক আহমদ জিকুর বাবা আহমদ আলীর কুলখানি সম্পন্ন হয়েছে। লালাবাজার আলিয়া মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল লতিফের দোয়ার মধ্য দিয়ে

Manual2 Ad Code

১৭/১১/২০২৫ সোমবার দুপুর ২ টায় তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।দোয়া  এতে আত্মীয় স্বজন ও গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। লায়েক আহমদ জিকু বলেন,“যেদিন থেকে বাবাকে হারিয়েছি, সেদিন থেকে নিজের ছায়াটাও কেমন যেন অপরিচিত মনে হয়। আপনার অভাব আজও বুকের গভীরে বাজে।”

Manual1 Ad Code

“বাবা ছাড়া জীবন মানে শূন্য একটা খোলা আকাশ— আছে শুধু নিঃসঙ্গতা, না আছে দৃষ্টি, না আছে আশ্রয়।”

“জীবনের প্রতিটা সমস্যায় আজও বাবার উপদেশ খুঁজি। কিন্তু যাকে সবচেয়ে বেশি দরকার, তিনিই আজ পৃথিবীতে নেই।”তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,সবাই আমার বাবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ পাক যেনো আমার বাবাকে জান্নাতবাসী করেন আমিন।

Manual4 Ad Code

Manual7 Ad Code

প্রসঙ্গত গত ১২/১১/২৯২৫ বুধবার বিকেল ৪ টা ৫৫ মিনিটের সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বহুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ