শ্রীলঙ্কার সঙ্গে হেরেও সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

শ্রীলঙ্কার সঙ্গে হেরেও সেমিতে বাংলাদেশ

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক :এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে হার দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ। শেষ ম্যাচে বুধবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আকবর আলীর দলের হার স্রেফ ৬ রানে। তবে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানের জয়ে আগেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই লঙ্কানদের বিপক্ষে হেরেও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই সেমিতে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টটির শেষ চারে আগামীকাল ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

দোহায় টসে হেসে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৯ রান তোলে শ্রীলঙ্কা। রান তাড়ায় ৬ উইকেটে ১৫৩ রানে থামে বাংলাদেশ। প্রথম তিন ওভারেই বাংলাদেশের উদ্বোধনী জুটিতে আসে ২৯ রান। পরের ওভারে ১৪ বলে ২৭ রানের ইনিংসে আউট হন হাবিবুর রহমান সোহান। রামেশ মেন্ডিসের দারুণ এক ক্যাচে ১৭ রানে ফেরেন আরেক ওপেনার জিসান আলমও। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৮৫ রান তুলে ফেলে বাংলাদেশ। শেষ ১০ ওভারে ৭৪ রানের সমীকরণ মেলাতে পারেনি আকবর আলীরা।

তিনে নামা জাওয়াদ আবরার করেন ২৬ রান। ২৫ রানে ফেরেন অধিনায়ক আকবর। ষষ্ঠ উইকেটে ২৬ বলে সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়েন ইয়াসির আলী ও এসএম মেহরব। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৮ রান। মিলান রত্নায়েকের দ্বিতীয় বলে ইয়াসির আলীর ছক্কায় কিছুটা আশাও জাগে বাংলাদেশের। তবে শেষ চার বলে ব্যাট থেকে কোনো রান নিতে পারেনি দল, অতিরিক্ত যোগ হয় ৪ রান। শেষ বলে ইয়াসির রান আউট হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। লঙ্কানদের হয়ে ৩ উইকেট নেন অধিনায়ক দুনিথ ওয়েল্লালাগে।

Manual4 Ad Code

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার নিশান মাদুশকা ও ভিশেন হালামবাগে। দুজনকেই ফেরান টাইগার পেসার আবু হায়দার রনি। পাঁচে নামা সাহান আরিচিগের ৪৯ বলে ৬৯ রানের ইনিংসে দলীয় পুঁজি বড় হয় লঙ্কানদের। অধিনায়ক ওয়াল্লালাগে করেন ১৪ বলে ২৩ রান। অলরাউন্ড পারফর্মেন্সে পরে ম্যাচসেরা হন এ লঙ্কান অধিনায়কই। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রনি ও রিপন মন্ডল।

Manual1 Ad Code

‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিতে খেলবে শ্রীলঙ্কা। বাংলাদেশ ও লঙ্কানদের সমান ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থেকে বিদায় নেয় আফগানিস্তান। ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারতের বিপক্ষে আগামীকাল দুপুর সাড়ে ৩টায় নামবে বাংলাদেশ। এই গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান শাহিনসের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচ আগামীকাল রাত সাড়ে ৮টায়।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code