ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
স্পোর্টস ডেস্ক :টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটিই ছিল টাইগারদের শেষ সিরিজ। ঘরের মাঠে সেই সিরিজটি ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারলো লিটন কুমার দাসের দল। দুদলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি সফরকারী আয়ারল্যান্ড জিতে নেয়। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারায় স্বাগতিকরা।
টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর সফরকারীদের উড়ন্ত শুরু এনে দেন। চতুর্থ ওভারে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গেন পেসার শরিফুল ইসলাম। তার বলে বোল্ড হন টিম টেক্টর। সাজঘরে ফেরার আগে ১ ছক্কা ও ২ চারে ১৭ রান করেন তিনি। এরপর বাংলাদেশি বোলারদের তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। ১১৭ রানে অলআউট হয় দলটি। রিশাদ হোসেনের বলে সাজঘরে ফেরার আগে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক স্টার্লিং। স্বাগতিকদের পক্ষে মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন ৩টি করে উইকেট শিকার করেন।
টাইগার বোলারদের দাপুটে পারফরম্যান্সের পর ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করেন। স্বল্প লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। সাইফ আউট হওয়ার আগে প্রথম উইকেট জুটিতে তিন ওভারে ৩৮ রান তোলে টাইগাররা। তিনে নেমে অধিনায়ক লিটন দাস অবশ্য সুবিধা করতে পারেননি। হ্যারি টেক্টরের বলে ব্যক্তিগত ৭ রানের মাথায় কার্টিস ক্যাম্ফারকে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর পারভেজ হোসেন ইমনকে নিয়ে জয়ের কাজ সারেন তামিম। বিস্ফোরক ব্যাটিংয়ে ৩৫ বলে হাফসেঞ্চুরি পান। এটি তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি। এর আগে দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে গ্রেথ ডেনলিকে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে ছক্কার ফিফটি করেন। অন্যপ্রান্তে থাকা ইমন ৩ ছক্কা ও ১ চারে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ফিফটি পাওয়া তামিমকেও আউট করতে পারেনি আয়ারল্যান্ড। ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। দুজনের দৃঢতায় ৩৮ বল বাকী থাকতে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সিরিজ নির্ধারনী ম্যাচে ৫টি ক্যাচ নেওয়ার নতুন রেকর্ড গড়ার পাশাপাশি ফিফটি ছাড়ানো ইনিংসে ম্যাচসেরা হন তামিম। সিরিজসেরার পুরস্কার ওঠে শেখ মাহেদির হাতে
Design and developed by sylhetalltimenews.com