ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক :সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। জানা গিয়েছিল আগেই, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠবে প্রতিযোগিতার নতুন আসরের।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ দিয়ে মাঠ গড়াবে বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস।
এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি, ২০২৬। প্রয়োজন হলে ফাইনালের পরদিন, ২৪ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।
Design and developed by sylhetalltimenews.com