সেরা দশে মোস্তাফিজ লাফ দিলেন ইমন

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

সেরা দশে মোস্তাফিজ লাফ দিলেন ইমন

Manual8 Ad Code

আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয়ের পুরস্কারটা পেলো টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় লাফ দিয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। আর বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানেই ফিরে যান ইমন। তবে পরের দুই ম্যাচে জ্বলে ওঠে টাইগার ওপেনারের ব্যাট। শেষ দুই ম্যাচে ইমন করেন যথাক্রমে ২৮ বলে ৪৩ ও ২৬ বলে ৩৩* রান। তিন ম্যাচে ৩৮.৫০ গড়ে ৭৭ রান করা টাইগার ব্যাটার উঠে এসেছেন ৩৮ নম্বরে। ২ ইনিংস ব্যাট করে সিরিজের সর্বোচ্চ ৮৯ রানের মালিক তাওহীদ হৃদয়ের উন্নতি ৫ ধাপ, তিনি আছেন ৪৩ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সেরা দশে ছিলেন মোস্তাফিজ। আইরিশদের সঙ্গে প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন এ টাইগার পেসার। সিরিজ নির্ধারণী ম্যাচে ৩ ওভারে স্রেফ ১১ রানের খরচে ৩ উইকেট ধরেন তিনি। সেই সুবাদে ২ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। শেষ দুই ম্যাচে যথাক্রমে ৩ ও ১টি উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে চতুর্দশ শেখ মেহেদী। তার পরেই আছেন আরেক টাইগার স্পিনার রিশাদ হোসেন। প্রথম ও শেষ ম্যাচে মোট ৪ উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়েছেন রিশাদ। প্রথম দুই ম্যাচে খেলে কোনো উইকেট না পেলেও ৫ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন নাসুম আহমেদ। ম্যাচ দু’টিতে ৩ উইকেট নিয়ে ২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে জায়গা করেছেন তানজিম হাসান সাকিব। আইরিশ বোলারদের মধ্যে ১৩ ধাপ এগিয়ে ৫০ নম্বরে আছেন মার্ক অ্যাডায়ার।
ঘরের মাঠে গত মাসে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে জিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সিরিজটিতে ৫ ইনিংসে ১১৮ রান করেন পাকিস্তান ব্যাটার সাইম আইয়ুব। বোলিংয়ে হাত ঘুরিয়ে ৪ ইনিংসে ৩ উইকেট নেন। সেই সুবাদে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন আইয়ুব। জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছেন ফেলে ফের চূড়ায় উঠলেন তিনি।