৮ গোলের ম্যাচে তোরেসের হ্যাটট্রিকে জয় বার্সেলোনার

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

৮ গোলের ম্যাচে তোরেসের হ্যাটট্রিকে জয় বার্সেলোনার

Manual5 Ad Code

রবার্ট লেভানদোভস্কির মতো দলের উজ্জ্বল নক্ষত্রকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত চাট্টিখানি কথা নয়। হান্সি ফ্লিকের সেই বিশ্বাসের দারুণ প্রতিদান দিলেন ফেররান তোরেস। রিয়াল বেটিসের মাঠে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার জয় ৫-৩ গোলে। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করা তোরেস প্রথমার্ধেই করেন হ্যাটট্রিক। ম্যাচের পর নিজের স্প্যানিশ শিষ্যের প্রতি অগাধ বিশ্বাসের কথা জানান বার্সা বস। নিজেও ফ্লিকের শুরুর একাদশের সিদ্ধান্তকে কঠিন করে তোলার কথা বলেন তোরেস।

Manual5 Ad Code

ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিক এটি তোরেসের, কাতালানদের জার্সিতে দ্বিতীয়। গত বছর জানুয়ারিতে বার্সার হয়ে নিজের প্রথম হ্যাটট্রিকটাও এই বেটিসের সঙ্গেই করেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার। ম্যাচের পর লেভাকে বেঞ্চে বসিয়ে তোরেসকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে কোচ ফ্লিক বলেন, ‘আমি ফেররান তোরেসকে শুরু থেকেই মাঠে নামিয়েছি, কারণ আমি জানতাম, এটি তারই মাঠ। এর আগেও সে এখানে বহুবার গোল করেছে, এমনকি স্পেন জাতীয় দলের হয়েও।’ এ হ্যাটট্রিকে ফ্লিকের কাজ আরও কঠিনই করে দিলেন তোরেস। ম্যাচের পর একই কথা জানিয়ে রাখলেন নিজেও যে, ফ্লিকের জন্য এ মৌসুমে তাকে শুরুর একাদশের বাইরে রাখার বিষয়টি আরও কঠিন করে তুলবেন তিনি। চলতি মৌসুমে লীগে ১১ গোল করা তোরেস লেভানদোভস্কিকে টপকে উঠে এসেছেন দুইয়ে। পঞ্চদশ রাউন্ড পর্যন্ত ১৬ গোল নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।মুভিস্টারকে তোরেস বলেন, ‘প্রতিদিন তো আর হ্যাটট্রিক করা যায় না, তবে এগারো গোলের এই পরিসংখ্যান আমার কাছে তেমন কিছু নয়। আমি জানতাম, আমি বার্সায় মূল একাদশে থাকতে পারি, একটি জায়গার জন্য লড়াই করতে পারি, এবং আরও অনেক গোলের দিকেই আমি এগোচ্ছি। আমার কাজ হলো কোচের জন্য (শুরুর একাদশের) সিদ্ধান্তকে কঠিন করে তোলা।’

ঘরের মাঠে ষষ্ঠ মিনিটে অ্যান্টনির গোলে এগিয়ে যায় বেটিস। এরপর একাদশ ও ত্রয়োদশ মিনিটে জোড়া গোলে বার্সাকে এগিয়ে নেন তোরেস। ৩১তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান বাড়ান রুনি বার্দগি। এর নয় মিনিটের মাথায় হ্যাটট্রিক পূরণ করেন তোরেস। বিরতির পর ৫৯তম মিনিটে পেনাল্টি থেকে দলের শেষ গোলটি করেন লামিন ইয়ামাল। শেষ দিকে পাঁচ মিনিটের মধ্যে স্বাগতিকরা জোড়া গোল করলেও, তা শুধু ব্যবধানই কমায়।

Manual1 Ad Code