ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মিনি নিলামে নাম থাকলেও, চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের। প্রত্যাশিতভাবেই এ তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যে আছেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়া আরও ৬ টাইগার ক্রিকেটার আছেন আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায়। এর মধ্যে চমক হিসেবে আছে একটি নাম।
এবারের আইপিএলের মিনি নিলামের জন্য নিবন্ধিত হন ১৩৯০ জন ক্রিকেটার। এর মধ্যে বাছাইকৃত ৩৫০ খেলোয়াড়ের নাম গতকাল প্রকাশ করা হয় আইপিএলের ওয়েবসাইটে। মোস্তাফিজ বাদে বাংলাদেশ থেকে সে তালিকায় আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল ইসলাম ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় নাম থাকলেও, চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিবের। এর আগে সংবাদমাধ্যমগুলো জানায়, নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে ৪৫ জনের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। তালিকা চূড়ান্ত হওয়ার পর ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়ের তালিকা নেমে এসেছে ৪০ জনে। সেখানে আছেন টাইগার পেসার মোস্তাফিজও। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন রিশাদ, তাসকিন, নাহিদ রানা ও শরিফুল। স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
তালিকার সবচেয়ে চমক জাগানিয়া নামটি রাকিবুলের। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ বাঁহাতি স্পিনার এখনো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ২০২৩ এশিয়ান গেমসে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও সেটি জাতীয় দল ছিল না। বাংলাদেশ ‘এ’ দলের নিয়মিত মুখ রাকিবুল ৬৯ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন সমানসংখ্যক উইকেট। অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) তার রেকর্ড খুব উজ্জ্বল নয়। সেখানে ২২ ম্যাচে তার উইকেট ১৬টি। শেষ আসরে ৯ ম্যাচ খেলে ওভারপ্রতি সাড়ে আটের বেশি রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার অভিজ্ঞতা নেই রাকিবুলের। নিলামে চূড়ান্ত হওয়া ৩৫০ জন খেলোয়াড়ের মধ্যে ভারতীয় ২৪০ জন এবং ১১০ জন বিদেশি। এই ৩৫০ জনের মধ্যে নিলামে দল পাবেন সর্বোচ্চ ৭৭ জন। বিদেশি ক্রিকেটারের জন্য জায়গা ফাঁকা আছে ৩১টি। ভারতীয় ২৪০ জনের মধ্যে ২২৪ জনই আনক্যাপড। জাতীয় দলে কখনোই না খেলা, পাঁচ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা অথবা পাঁচ বছর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারকে আনক্যাপড হিসেবে বিবেচনা করা হয়। এ তালিকায় বিদেশি ক্রিকেটারদের মধ্যে রাকিবুলসহ আছেন মাত্র ১৪ জন।
সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন ভারতের দু’জন, ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। ১.৫ কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন ৯ জন, ১.২৫ কোটিতে ৪ জন এবং ১৭ জনের ভিত্তিমূল্য ১ কোটি। ৪২ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, ৪ জনের ৫০ লাখ রুপি ও ৭ জন আছেন ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যে। ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য সর্বোচ্চ ২২৭ জনের। আগামী ১৬ই ডিসেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Design and developed by sylhetalltimenews.com