পুরো আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের!

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

পুরো আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের!

Manual7 Ad Code

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দামে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। তবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লীগটিতে পুরোটা সময় থাকতে পারবেন না এই টাইগার পেসার। এ বিষয়ে তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস।

Manual8 Ad Code

আইপিএল মিনি নিলামে ​মঙ্গলবার বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে ‘দ্য ফিজ’কে দলে টানে কলকাতা। তবে শাহরিয়ার নাফিস জানিয়েছেন, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) চাননি মোস্তাফিজ। তিনি আরও জানান, আইপিএলে বেশিরভাগ সময় খেলতে পারলেও মাঝপথে ১০-১৫ দিনের জন্য দেশে ফিরতে হবে তাকে। ওই সময় ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা নিউজিল্যান্ডের। মূলত জাতীয় দলের এই সিরিজের কারণেই তাকে দেশে ফিরতে হবে।এ বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আগেই অবহিত করা হয়েছে। তবে মোস্তাফিজের ফেরার নির্দিষ্ট দিন-তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। আগামী ২৬শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৯তম আসর। অন্যদিকে, এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের।

Manual2 Ad Code