ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
বিগব্যাশের চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সিডনি থান্ডারকে ৪ উইকেটে হারায় হোবার্ট হ্যারিকেন্স। আজ সোয়া দুইটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টারসের মুখোমুখি হবে ফ্র্যাঞ্চাইজিটি। এ ম্যাচের জন্য হোবার্টের ঘোষণা করা ১৪ সদস্যের দলে আছেন টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন। গতকাল ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদের অভিষেক হয়। সেই ম্যাচে উইকেট না পেলেও হোবার্টকে ইকোনমিক্যাল বোলিং উপহার দেন এ টাইগার লেগস্পিনার। তিন ওভারের স্পেলে মাত্র ১৮ রান দেন রিশাদ। মেলবোর্ন স্টারসের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে নামছে হোবার্ট। ম্যাক রাইটের জায়গায় অভিজ্ঞ পেসার জ্যাকসন বার্ড একাদশে সুযোগ পেয়েছেন। এছাড়া দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য জেক ওয়েদার্যাল্ড ও বো ওয়েবস্টার অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশেজে খেলছেন। পঞ্চম টেস্টের পর তারা দলের সঙ্গে যোগ দেবেন।
স্টারসের বিপক্ষে হোবার্ট হ্যারিকেন্সের একাদশ
মিচেল ওয়েন, নিখিল চৌধুরী, রেহান আহমেদ, বেন ম্যাকডারমট, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), ক্রিস জর্ডান, নাথান এলিস (অধিনায়ক), রিশাদ হোসেন, রাইলি মেরেডিথ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জ্যাকসন বার্ড ও উইল প্রেস্টউইটজ।
Design and developed by sylhetalltimenews.com