শিক্ষা যখন অশিক্ষা

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫

Manual4 Ad Code

শিক্ষা যখন অশিক্ষা
লুৎফুর রহমান চৌধুরী

শিক্ষার আলো যখন আধারে ঢাকা পড়ে
মুখের ভাষা তখন নির্লজ্জ হয়ে যায়
আচার ব্যবহারে দুষ্টু চরিত্র ফুটে ওঠে
ঐ সময় মানুষ মানুষত্ববোধ হারিয়ে ফেলে
কখন কোথায় কোন বাক্য প্রয়োগ করবে
তা বুঝে উঠতে পারে না,
শিক্ষার আলো নিভে যায় সামান্য কথনে
উঁচু নিচু সিঁড়ি দাঁড় করিয়ে দেয়,
বোকার মত এক কাতারে।

Manual3 Ad Code

সৌন্দর্যতার বুক জুড়ে বেদনার কালো দাগ
শব্দ চয়নে জুড়ে রয় হিংসাত্বক আক্রমণ
সহজ সরল ভাষা গুলো হয়ে ওঠে রসহীন
বয়োজোষ্ঠরা তাদের কাছে হয় মূল্যহীন
লজ্জা শরম বলতে ওদের কাছে কিছু নেই
বই পুস্তকের বাহিরে মূল্যবান শিক্ষা আছে
যা পারিবার থেকে অর্জন করতে হয়
একটি প্রবাদ বাক্য আছে–
ব্যবহারে বংশের মূল শিকড়ের পরিচয়।
এই ধারণা-টুকু শিক্ষিতদের
থলিতে সচরাচর দেখা যায় না।

Manual8 Ad Code