ইতিহাস গড়েই থামলেন দুই নিউজিল্যান্ড ওপেনার

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

ইতিহাস গড়েই থামলেন দুই নিউজিল্যান্ড ওপেনার

Manual3 Ad Code

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের চতুর্থ দিন অনন্য নজির গড়লেন ডেভন কনওয়ে এবং টম ল্যাথাম। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দুই নিউজিল্যান্ড ওপেনার গতকাল দ্বিতীয় ইনিংসেও পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। এমন কীর্তি টেস্ট ইতিহাসে দেখা গেল এবারই প্রথম।
মাউন্ট মঙ্গানুইয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ১৩৭ ও ২২৭ রান করেন যথাক্রমে অধিনায়ক ল্যাথাম ও কনওয়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসে দু’জন করলেন ১০১ ও ১০০ রান। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে দুই ওপেনারই করলেন জোড়া সেঞ্চুরি। ৮ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করা নিউজিল্যান্ড চতুর্থ দিন ২ উইকেটে ৩০৬ রানে দ্বিতীয় ইনিংসের ঘোষণা দেয়। নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪২০ রানে গুটিয়ে গেলে ১৫৫ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। নিজেদের আগের ইনিংসের ওপেনিং জুটিতে ৫২১ বলে ৩২৩ রান করা ল্যাথাম-কনওয়ে জুটি এদিন খেলে দুইশ’ ছোঁয়া ইনিংস। ২৪২ বলে ১৯২ রানে ভাঙে তাদের জুটি। ১৩৯ বলে ৮ চার ও ৩ ছক্কায় ব্যক্তিগত ১০০ রানে ফেরেন কনওয়ে। ততক্ষণে আরেকটি ইতিহাস তৈরি হয়ে যায়। ইতিহাসের প্রথম কোনো উদ্বোধনী জুটি এক টেস্টে স্পর্শ করে ৫০০ রান। দুই ইনিংস মিলিয়ে ৫১৫ রান যোগ করেন কনওয়ে ও ল্যাথাম। আগের সর্বোচ্চ ছিল গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জির ৪১৫। দলীয় ২৩৪ রানে ব্যক্তিগত ১০১ রানে ফেরেন ল্যাথাম। ১৩০ বলে ৯ চার ও ২ ছক্কায় সাজানো কিউই অধিনায়কের ইনিংস। তৃতীয় উইকেটের জুটিতে টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করে দলীয় তিনশ’ পার করেন কেন উইলামসন ও রাচিন রবীন্দ্র। ৩৭ বলে ৪০ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। ২৩ বলে ৪ ছক্কায় ৪৬ রান আসে রবীন্দ্রর ব্যাট থেকে। ৩৭ বলে ৭২ রান করে উইলিয়ামসন-রবীন্দ্র জুটি। জয়ের জন্য ৪৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। তবে স্বাগতিকরা আরও আগেই ইনিংস ঘোষণা করতে পারত কি না, সে নিয়া আলোচনা দেখা দেয়। ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের মতো অসম্ভব কিছু করে ফেললে দেরিতে ইনিংস ঘোষণার কারণে আফসোস করতে হতে পারে ব্ল্যাক ক্যাপদের। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে শেষ দু’দিন ১৬৩.৩ ওভার ব্যাট করে ড্র করে ক্যারিবিয়ানরা। তবে দ্বিতীয় ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। তাই হয়তো সিরিজ নিজেদের হাতে রাখতেই এমন পথ বেছে নিয়েছে টম ল্যাথামের দল। তবে এসব ছাপিয়ে আপাতত ল্যাথাম-কনওয়ের ইতিহাস গড়া জুটিই আলোচনার বেশিরভাগ জুড়ে।