আমিরাতে লড়াই শেষে দেশের পথে মোস্তাফিজ-তাসকিন

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

আমিরাতে লড়াই শেষে দেশের পথে মোস্তাফিজ-তাসকিন

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল লীগ (আইএল) টি-টোয়েন্টিতে তাসকিনদের সঙ্গে দ্বিতীয়বারের দেখাতেও শেষ হাসি হাসলো মোস্তাফিজরা। শেষদিকে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে একটি উইকেট নিয়ে খেলা জমিয়ে দিলেন তাসকিন আহমেদ। তবে বুধবার শেষ ওভারে ৬ উইকেটে জয় তুলে নিয়ে প্লে-অফ নিশ্চিত করলো মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস। এটিই ছিল দুই টাইগার পেসারের শেষ আইএলটি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চোখ রেখে আজই দেশে ফিরছেন তাসকিন ও মোস্তাফিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দু’জনের একটি ছবিও পোস্ট করেছেন তাসকিন।

Manual4 Ad Code

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৪ রান তোলে শারজা। রান তাড়ায় ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় দুবাই। মোস্তাফিজ উইকেটের দেখা পান নিজের তৃতীয় ওভারে। ফিজের বলে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা। নিজ কোটার ৪ ওভারে ২৭ রান দেন ৩০ বছর বয়সী মোস্তাফিজ, যার মধ্যে ১২ রানই ইনিংসের শেষ ওভারে। রান তাড়ায় শেষ তিন ওভারে দুবাইয়ের দরকার পড়ে ২৬ রান।বোলিংয়ে এসে প্রথম বলে চার হজম করলেও, পরের বলে তাসকিন ফেরান লিউস ডু প্লয়কে। দারুণ স্পেলে স্রেফ ৫ রান দিয়ে খেলা জমিয়ে দেন ৩০ বছর বয়সী তাসকিন। তবে ১৯তম ওভারে টিম সাউদি ১৮ রান খরচ করলে শারজার জয়ের সম্ভাবনা এক প্রকার শেষ হয়ে যায়। ইনিংসের শেষ ওভারে তাসকিনের প্রথম বলে জর্ডান কক্স ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন। ৫০ বলে ৬১ রানের ইনিংসে অপরাজিত থাকেন কক্স।

এ জয়ে ডেজার্ট ভাইপার্স ও সাকিব আল হাসানের এমআই এমিরেটসের পর তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে দুবাই। অন্যদিকে ম্যাচ হারলেও, এখনও প্লে অফের আশা এখনো টিকে আছে শারজার। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ চারের লড়াইয়ে গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে সমান অবস্থানে আছে তাসকিনের দল।

Manual7 Ad Code

ম্যাচের পর আজ সকালে দুই টাইগার সতীর্থের দেশে ফেরার কথা জানান দেন তাসকিন নিজেই। পাশাপাশি আসনে বসা নিজেদের একটি একটি ছবি জুড়ে দিয়ে তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘আইএলটি-টোয়েন্টি শেষে দেশে ফিরছি। দারুণ আতিথেয়তার জন্য শারজা ওয়ারিয়র্সকে সত্যিই ধন্যবাদ। এখন বিপিএলে চোখ রাখছি

আমিরাতে লড়াই শেষে দেশের পথে মোস্তাফিজ-তাসকিন

Manual2 Ad Code