আর্সেনালের ছুটে চলার দিন হোঁচট ইউনাইটেডের

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

আর্সেনালের ছুটে চলার দিন হোঁচট ইউনাইটেডের

Manual7 Ad Code

ইংলিশ প্রিমিয়ার লীগে শেষ আট রাউন্ডের সবগুলোতেই জয় তুলে নেয়া অ্যাস্টন ভিলার অবশেষে থামতে হলো। মঙ্গলবার ঘরের মাঠে সফরকারীদের বিপক্ষে ৪-১ গোলে জয় তুলে নিলো আর্সেনাল। অন্যদিকে, জয়ে ফেরার পরের ম্যাচেই আবার খেই হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। টেবিলের তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করে রেড ডেভিলরা।

Manual6 Ad Code

১৯ ম্যাচে ১৪ জয়, ৩ ড্র ও ২ হারে ৪৫ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকেই বছর শেষ করলো আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে। এ হারে শিরোপার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লো ভিলা। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্টে তিনে উনাই এমেরির দল। ডিসেম্বরের শুরুতেই সবশেষ দেখায় ভিলার মাঠ থেকে ২-১ গোলে হার নিয়ে ফেরে আর্সেনাল। ঘরের মাঠে সেই প্রতিশোধটা দারুণভাবে নিলো গানাররা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে জয় তুলে নেয়া ভিলার বিপক্ষে শুরু থেকেই আক্রমণ চালায় স্বাগতিকরা। এমিরেটস স্টেডিয়ামে বেশ কয়েকটি সুযোগ কাজে না লাগাতে পেরে গোলশূন্য বিরতিতে যায় আর্সেনাল।মাঠে ফিরে ফের ভিলাকে চেপে ধরে তারা। ৪৮তম মিনিটে গ্যাব্রিয়েল মাগালিয়াইসের গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। ভিলার পক্ষ থেকে গোলকিপারকে ফাউলের দাবি তোলা হলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) চেক করে গোল বহাল রাখেন রেফারি। মিনিট চারেকের মধ্যে স্বাগতিকদের এগিয়ে নেন মার্টিন জুবিমেন্দি। ৬৯তম মিনিটে ব্যাবধান আরও বাড়ান লিওনার্দো ট্রোসার্ড। ডি-বক্সের ভেতর থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন এ বেলজিয়ান মিডফিল্ডার। ৭৮তম মিনিটে চোট থেকে ফেরা জেসুস বদলি হিসেবে নামার এক মিনিটের মধ্যে যোগ দেন গোল উৎসবে। ম্যাচের যোগ করা চতুর্থ মিনিটে ভিলার হয়ে স্বান্তনামূলক এক গোল করেন ওলি ওয়াটকিন্স।

Manual4 Ad Code