ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
স্পোর্টস ডেস্ক:ইংলিশ প্রিমিয়ার লীগে টানা চার ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল লিভারপুল। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার সঙ্গে ২-০ গোলের জয়ের দিন দারুণ এক কীর্তিও গড়েন মোহাম্মদ সালাহ। লীগে টানা তিন ম্যাচে জয়ের পর নটিংহ্যাম ফরেস্টের মাঠে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার নিজেদের ম্যাচে জয়ের ধারা অব্যহত রাখে আর্সেনাল ও চেলসি।
অ্যানফিল্ডে ভিলার বিপক্ষে প্রথম গোলটি প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে করেন সালাহ। এটি ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের পক্ষ থেকে উপহারই বলা চলে। ডি বক্সের ভেতর থেকে মার্টিনেজ সতীর্থের দিকে পাস ঠেলে দিলে ভুলক্রমে তা পেয়ে যান সালাহ। সেখান থেকে এক শটেই জাল খুঁজে নেন তিনি।
লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন এ মিশরীয় ফরোয়ার্ড। তালিকায় সালাহর উপরের দু’জন রজার হান্ট (২৮৫) ও ইয়ান রাশ (৩৪৬)। ম্যাচে এর আগে হুগো একিটিকের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন রায়ান গ্রাভেনবার্চ। এ জয়ে ১০ ম্যাচে ৬ জয় ও ৪ হারে ১৮ পয়েন্টে তিনে উঠে আসে লিভারপুল।
অন্য ম্যাচে, দুঃসময়কে পেছেন ফেলা ম্যানচেস্টার ইউনাইটেড ফের পয়েন্ট খোয়ায়। টানা তিন ম্যাচে জয়ের পর ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। ম্যাচের ৩৪তম মিনিটে কাসেমিরোর হেড থেকে এগিয়ে যায় ইউনাইটেড। তবে বিরতির পর দুই মিনিটের ঝড়ে ম্যাচে ফেরে স্বাগতিক নটিংহ্যাম। ৪৮ ও ৫০তম মিনিটে গোল দু’টি করেন মরগান গিবস-হোয়াইট এবং নিকোলা সাভোনা। পয়েন্ট হারানোর শঙ্কা শেষ পর্যন্ত ৮১ মিনিটে ঘোচান আমাদ দিয়ালো। যোগ করা চতুর্থ মিনিটে দিয়ালোর আরেকটি শট প্রতিপক্ষ ডিফেন্ডার ফিরিয়ে না দিলে পূর্ণ ৩ পয়েন্টই পেতে পারত রুবেন আমোরিমের শিষ্যরা।
আরেক ম্যাচে লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফেরে চেলসি। ম্যাচের ৩৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন হোয়াও পেদ্রো। অন্য ম্যাচে, বার্নলির মাঠে ২-০ গোলে জিতে শীর্ষস্থান আরও পোক্ত করে আর্সেনাল। চতুর্দশ মিনিতে ভিক্টর ইয়োকেরেসের হেডে এগিয়ে যায় গানাররা। লীগে পাঁচ ম্যাচ পর গোলের দেখা পান এ সুইডিশ তারকা। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেকালান রাইস। ১০ ম্যাচে ৮ জয় ও ১টি করে ড্র ও হারে ২৫ পয়েন্ট ওঠে মিকেল আর্তেতার দলের খাতায়।
Design and developed by sylhetalltimenews.com