শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে ফিরলো বার্সেলোনা 

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে ফিরলো বার্সেলোনা 

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual2 Ad Code

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন থাকতে যাচ্ছিল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার আগের ম্যাচে এক পয়েন্টও পায়নি কাতালানরা। আজ ঘরের মাঠে জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তে জয় তুলে নিয়েছে দলটি। যোগ করা তৃতীয় মিনিটে রোনাল্ড আরাউহোর গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সা।আজকের জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আপাতত শীর্ষস্থান দখলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচে বার্সার পয়েন্ট ২২। এক ম্যাচ কম খেলা অল হোয়াইটরা ২১ পয়েন্টে দুইয়ে। অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে ম্যাচের ত্রয়োদশ মিনিটে পেদ্রির দারুণ এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও বার্সার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট সাতেকের মধ্যে জিরোনাকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল। বিরতির আগে দুই গোলে এগিয়েও থাকতে পারত সফরকারীরা। তবে দুবারই গোলকিপারকে একা পেয়েও বাইরে মারেন জিরোনার দুজন।

মাঠে ফিরে ৬১তম মিনিটে একবার জাল খুঁজে নেন পেদ্রি। তবে এর আগে এরিক গার্সিয়ার একটি চ্যালেঞ্জকে ফাউল হিসেবে কাউন্ট করেন রেফারি। ম্যাচ যখন ড্রয়ের পথে, তখন জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা আরাউহো। গোল করার পর জার্সি খুলে ফেলায় হলুদ কার্ড দেখেন তিনি।

Manual7 Ad Code

তবে একটি দুঃখের সংবাদও আছে কাতালান ভক্তদের জন্য। আরাউহোর জয়সূচক গোলের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কোচ হান্সি ফ্লিল। এর ফলে লীগে নিজেদের পরবর্তী ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডাগ আউটে থাকতে পারবেন না তিনি।

Manual3 Ad Code