কর্মের ফাঁকে প্রবন্ধ লিখে অভ্যস্ত সাহিত্যের প্রেমে

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

কর্মের ফাঁকে প্রবন্ধ লিখে অভ্যস্ত সাহিত্যের প্রেমে

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :সিলেট বনবিভাগের একজন বনের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আহমদ আলী। কর্মের প্রতি যথেষ্ট দায়িত্বশীল থাকার পরও সাহিত্যের প্রেম থেকে দূরে সরে যাননি তিনি। সাহিত্য চর্চার অভ্যাস অব্যাহত। কবিতা প্রবন্ধ লিখা থেকে শুরু করে পান্ডুলিপি। তেমন বড় কোন পদ পদবীর কর্মজীবী না হয়েও স্বল্প ইনকামের কষ্টার্জিত অর্থ দিয়ে প্রকাশ করেছেন তার লেখা বেশ কিছু গ্রন্থ। অবশ্য পাঠক সমাজে তা ব্যাপক সাড়া জাগিয়েছিল । তার লেখা বই স্থান পেয়েছিলোএকুশে বইমেলায় ও।

তার দায়িত্বশীল মন-মানসিকতা সরকারের বন বিভাগ রক্ষায় জীবন বাজি রাখা চাকরি জীবনে নিত্যদিনের ঘটনা।
আহমদ আলী মূলত বন বিভাগের একজন, এফ,জি। কিন্তু তার কর্মের পরিধি বিশাল ।
শুধু জীবন বাজি রেখে বন রক্ষা নয় বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মন রক্ষা করতে পারেননি অনেকের। ৷
বন সম্পদ রক্ষায় অনেক বন খেকোদের মোকাবেলা ও করতে হয়েছে তাকে। মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল বিটের দায়িত্বে থাকা অবস্থায় তৎকালীন সরকারদলীয় আওয়ামী লীগের অনেক নেতার হুমকি ধামকির শিকার হয়েছেন করেননি আপোষ। শেষ পর্যন্ত ওই নেতারা যেতে হয়েছে আদালতে বন মামলার হাজিরা দিতে।

একটি কথা আছে মাথা আছে যার ব্যাথা ও তার ।
সেই জায়গা থেকে আহমদ আলী একজন লেখক। সেই জায়গা থেকে একজন বন গবেষক।
বনে কর্ম করেন, বন কে লালন করেন, বনকে ধারণ করেন, বন কে ভালোবেসে বনের কথা তুলে ধরতে বই লিখেন এমন ক’জন আছে? অল্প আয়ের টাকা দিয়ে স্বল্প পরিসরে বই প্রকাশ করে। এমন ব্যতিক্রমীদের একজন কর্মের ফাঁকে সাহিত্যপ্রেমী আহমদ আলী।

কর্মজীবনে সততার জন্য ব্যাপক সুনাম অর্জন করেছেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একাধিক গুণের অধিকারী। , যার বেশ কয়েকটি গ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত পেয়েছে পাঠকমহলে।

Manual1 Ad Code

তাঁর নিরলস পরিশ্রম ও সততার স্বীকৃতিস্বরূপ তিনি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে করেছেন সম্মাননা ও পুরস্কার লাভ।

Manual5 Ad Code

প্রকৃতির সেবার পাশাপাশি মানব সেবায় নিজেকে বিলিয়ে দেয়া এক ব্যক্তির নাম আহমদ আলী ।

Manual2 Ad Code

তিনি কুলাউড়া উপজেলার হাজিপুরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
এখনো পড়ালেখা করছেন আইন বিষয় নিয়ে।
কাজ করছেন সমাজ সেবামূলক অনেক কিছুতে। বন. বন ভূমি বনজ সম্পদ বন্য প্রাণী রক্ষায় আহমদ আলী র সাহসী কর্মকাণ্ডের প্রশংসা এখন সকলের মুখোমুখে। তেমনি মিডিয়া ও সাহিত্যঙ্গনে তা রয়েছে সাহিত্য প্রেমী হিসেবে অন্যরকম পরিচিতি।

পরিচিতি রয়েছে লেখক ও বন গবেষক হিসেবে। যার লেখা গ্রন্থ অনেক গুণীজনের হাতে পৌঁছেছে ইতিপূর্বে যারা লেখক লেখালেখি, সমাজকর্মি, সাহিত্য প্রেমি, কলামিস্ট ও সাংবাদিক । এমন সব ব্যক্তিরা প্রশংসাও করেছেন তার লেখা গ্রন্থগুলোর গুণগত মান সম্পর্কে।
লেখক হিসেবে আহমদ আলী নিজ জন্মভূমি কুলাউড়ায় পেয়েছেন স্থানীয় মিডিয়াকর্মীদের সংবর্ধনা। পেয়েছেন কুলাউড়া পৌরসভা কর্তৃক সম্মাননা।

Manual1 Ad Code