ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫
সিলেটে জোসনাসহ ওদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। তাদের হেফাজত থেকে ইয়াবা ও প্রচুর গাঁজা জব্দ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে টুকেরবাজারের মধুবন নামক দোকানের পেছনে অভিযান চালিয়ে মহিলা মাদক কারবারী জোসনা বেগম ওরফে রাহেলা আক্তারকে (৫০) গ্রেপ্তার করা হয়।
তিনি কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের ময়না মিয়ার স্ত্রী। তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
অপর এক অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ ভোলাগঞ্জের মৃত নুর মিয়ার ছেলে মো. মাসুদকেও (২৩) গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে নওগাঁ জেলার ধামইরহাট থানার মোড়লো আজাপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলামকেও (৩৬) গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ।
Design and developed by sylhetalltimenews.com