নগরীতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

নগরীতে ‘জয় বাংলা’ স্লোগানে  মিছিল করেছে নিষিদ্ধঘোষিত  ছাত্রলীগ

Manual8 Ad Code

সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতা–কর্মীর মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট ছিল। মাত্র দু–তিনজন ছাড়া বাকিদের পরিচয় গোপন রাখার চেষ্টা লক্ষ্য করা গেছে।

Manual5 Ad Code

মিছিলে নেতৃত্ব দেন সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন (রাহি) এবং যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশ।

ব্যানারে লেখা ছিল- ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’। মিছিলে ১৫-২০ জন নেতা–কর্মী অংশ নেন এবং স্লোগান দেন- ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।

Manual6 Ad Code

দেলওয়ার হোসেন তার ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লেখেন, ‘অনেক দিন পর আবারও সিলেটের রাজপথে।’ একই ভিডিও টেলেন্ট কান্তি দাশও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছেন।

Manual8 Ad Code

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Manual4 Ad Code